শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অভিশংসনের দিনে ট্রাম্পের যে আহ্বান  

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০৭:৪৫

সবাইকে ঐক্যবদ্ধ এবং সহিংসতা এড়াতে আহ্বান জানিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দ্বিতীয়বারের মতো অভিশংসিত হওয়ার পর ট্রাম্প এই আহ্বান জানান। তবে নিজের অভিশংসন হওয়া নিয়ে কোনও কথা বলেননি।  

এক ভিডিও বার্তায় ট্রাম্প মার্কিনীদের এক হওয়ার আহ্বান জানান। তিনি পরিবারের ভালোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। 

দেশটির স্থানীয় সময় বুধবার প্রতিনিধি পরিষদে ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে ১০ জন রিপাবলিকান নেতা ভোট দেন ।

দেশটির ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্টকে দ্বিতীয়বারের মত অভিশংসিত করা হলো।

গত সপ্তাহে ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকেরা। সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর ওই হামলার ট্রাম্পের ভাষণের মাধ্যমে তার অনুসারীরা প্ররোচিত হয়েছেন বলে অভিযোগ উঠে।  এই অভিযোগেই ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসন করলেন ডেমোক্র্যাটরা।

ইত্তেফাক/এসআর