আফগানিস্তানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সন্ত্রাসবাদ দমনে আশাবাদি গনি

আশরাফ গনির সঙ্গে বৈঠকে অজিত দোভাল। ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক১১:৩২, ১৪ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সন্ত্রাসবাদ দমনে দুই রাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আফগান প্রেসিডেন্সিয়াল প্যালেস।
ওই বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে আফগানিস্তানে সন্ত্রাসবাদ দমন ও মোকাবেলা করতে আগ্রহী দুই দেশ। এ বিষয়ে ভারতের জাতীয় উপদেষ্টার সঙ্গে বিষদ আলোচনা করেছেন প্রেসিডেন্ট। ভারত ও আফগানিস্তান যৌথভাবে ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে এই মিশনে সফলতা পেতে চায় বলে জানিয়েছেন গনি।
সফরে দোভাল আফগানিস্তানের চেয়ারম্যান অব দ্য আফগান হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন আবদুল্লাহ আবদুল্লাহ-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ইত্তেফাক/টিআর