বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই: ট্রাম্প

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:২৬

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সমর্থকদের হামলার নিন্দা জানিয়েছেনহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  বুধবার  দ্বিতীয় দফায়  অভিশংসিত হওয়ার পর তিনি এই হামলার নিন্দা জানান। 

 এ নিয়ে একটি ভিডিও বার্তায় বলেছেন- যুক্তরাষ্ট্রে সহিংসতা ও ভাঙচুরের একেবারেই কোনো স্থান নেই। আমাদের আন্দোলনেও এর কোনো স্থান নেই।

 ভিডিও বার্তায় তিনি সমর্থকদের সতর্ক করে  বলেছেন, সামনের বিক্ষোভ কর্মসূচিগুলো শান্তিপূর্ণ হওয়া উচিত। তবে এর আগে তিনি এক বার্তায় জানিয়েছিলেন, তাকে অভিশংসন প্রক্রিয়ায় ক্ষোভ আরো বাড়বে। আরো সহিংসতা হতে পারে তাতে। 

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের পেশীশক্তির প্রদর্শন দ্বারা রণক্ষেত্র হয়ে ওঠে মার্কিন ক্যাপিটল হিল। ওই ঘটনায় পুলিশ সহ ৫ জন নিহত হয়।

ইত্তেফাক/এআর