শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাজ্যে সন্তান জন্মদান

শ্বেতাঙ্গের চেয়ে কৃষ্ণাঙ্গ মায়েদের  চার গুণ বেশি মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০৭:০৮

যুক্তরাজ্যে শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গদের মধ্যে মাতৃমৃত্যুর হার চার গুণ বেশি। সম্প্রতি দেশটিতে মাতৃমৃত্যু-সংক্রান্ত এক গোপন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ প্রতিবেদনে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেউ কেউ আবার বলছেন, স্বাস্থ্য ব্যবস্থায় যে কৃষ্ণাঙ্গরা বঞ্চনার শিকার হচ্ছেন এটা তারই প্রমাণ। খবর সিএনএনের

এমবিবিআরএসিই-ইউকে শীর্ষক রিপোর্টে জানা গেছে, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে করা জরিপে দেখা যায়, সন্তান জন্ম দিতে গিয়ে বা সন্তান জন্মের ছয় সপ্তাহের মধ্যে প্রতি লাখে ৩৪ জন কৃষ্ণাঙ্গ মারা যান। যেখানে শ্বেতাঙ্গ মা মারা যান মাত্র আট জন। এর মধ্যে ১৫ জনই এশিয়ার এবং ২৫ জন অন্যান্য বর্ণের। এর আগে ২০১৪ এবং ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে করা জরিপেও একই ব্যবধান লক্ষ্য করা যায়। ২০১৯ সালে এই হার ছিল পাঁচ গুণ বেশি। 

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, ২০১৮ সালে সন্তান জন্ম দিতে গিয়ে শ্বেতাঙ্গ বা হিস্পানিকদের চেয়ে তিন গুণ কৃষ্ণাঙ্গ মায়েদের মৃত্যু ঘটেছিল।

ইত্তেফাক/কেকে