বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জালিয়াতির অভিযোগ ওঠায় নেদারল্যান্ড সরকারের পদত্যাগ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২২:৫০

শিশু কল্যাণ তহবিল নিয়ে জালিয়াতির অভিযোগে পদত্যাগ করলো নেদারল্যান্ড সরকার।  দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

জানা গেছে, নেদারল্যান্ডের হাজার হাজার পরিবার শিশু কল্যাণ তহবিল থেকে পর্যাপ্ত অর্থ না পেয়ে আর্থিক সমস্যায় ভুগছেন। এর মধ্যে বেশি সমস্যায় পড়েছেন  অভিবাসী পরিবারগুলো।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট রাজার কাছে তার মন্ত্রীসভার পদত্যাগপত্র জমা দেবেন। তবে কখন এই পদত্যাগপত্র জমা দেবেন সেই বিষয়ে বিস্তারিত কিছু  বলা  হয়নি।    

 নেদারল্যান্ডের সরকারের পদত্যাগের ঘটনা এই নতুন নয়। এর আগেও ২০০২ সালের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় দেশটির তৎকালীন সরকার পদত্যাগ করেছিল। 

ইত্তেফাক/এআর