শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভ্যাকসিন কার্যক্রমে অবসরপ্রাপ্ত চিকিৎসকদেরও কাজে লাগাবেন বাইডেন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১০:২৭

প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করে তুলতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে লক্ষ্যে সিরিঞ্জসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত চিকিৎসকদের কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার (১৫ জানুয়ারি) এমন ঘোষণা দেন বাইডেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বাইডেনের পরিকল্পনা অনুযায়ী, ফেডারেল ত্রাণ ও পুনর্বাসন কর্মীরা কয়েক হাজার কেন্দ্রের মাধ্যমে টিকাদান কর্মসূচি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে। সেখানে শিক্ষক, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয়কর্মী, ৬৫ বছর বেশি বয়স্ক মানুষ এবং টিকার বর্তমান তালিকায় না থাকা অন্যান্যদের টিকাদানের বিষয়টি পরিচালনা ও পর্যবেক্ষণ করবেন অবসরে যাওয়া চিকিৎসকরা।

পাশাপাশি, ভ্যাকসিন বিতরণে প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামের (গ্লাস ভায়াল, সুঁই, সিরিঞ্জ ইত্যাদি) উৎপাদন বাড়াতে ডিফেন্স প্রোডাকশন অ্যাক্টেরও শরণাপন্ন হওয়ার চিন্তাভাবনা করছেন বাইডেন। ভ্যাকসিন সংরক্ষণের জন্যও আইনের সহায়তা নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

তিনি জানান, যেসব কোম্পানি এ কাজে সরকারকে সহায়তা করতে ইচ্ছুক ইতোমধ্যে তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

মরণঘাতী ভাইরাসটির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৪১ লাখ ২ হাজার ৪২৯ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছে ৪ লাখ ১ হাজার ৮৫৬ জন।

ইত্তেফাক/টিআর