ট্রাম্পের আমলের শেষ মৃত্যুদণ্ড কার্যকর

কৃষ্ণাঙ্গ ডাস্টিন হিগস ।
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৬:৫৮, ১৬ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের শেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১টা ২৩ মিনিটে কৃষ্ণাঙ্গ ডাস্টিন হিগস নামের এক কারাবন্দীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। এটি ছিল ট্রাম্পের আমলের শেষ মৃত্যুদণ্ড।
১৯৯৬ সালে তিন নারীকে হত্যার দায়ে অভিযুক্ত হন হিগস। তবে মৃত্যুর আগ পর্যন্ত ঐ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তিনি।
গত একশ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট থাকার মেয়াদে সবচেয়ে বেশি (মোট ১৩টি) মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড স্থাপিত করলেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুদণ্ড শাস্তির বিরোধী। তার ক্ষমতা গ্রহণের আগে কয়েকদিন আগে এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটলো।
ইত্তেফাক/এআর