‘২০২১ সালে পাওয়া যাবে করোনার আরও নতুন ধরন’

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক১৭:২৬, ১৬ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
যুক্তরাজ্যের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের শীর্ষ বিজ্ঞানী প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড সতর্ক করে বলেছেন , এ বছর প্রাণঘাতী করোনা ভাইরাসের অনেক নতুন ধরন পাওয়া যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিও-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শনিবার তিনি এই সতর্কবার্তা দেন।
অ্যান্ড্রু পোলার্ড বলেন,‘২০২১ সালে আমরা নতুন অনেক ধরনের করোনা দেখতে যাচ্ছি। আমাদের এর সঙ্গে অভ্যস্ত হতে হবে।’
নতুন ধরণের করোনা খুব দ্রুত শনাক্ত হচ্ছে জানিয়ে পোলার্ড আরও বলেন, ‘ নতুন ভ্যাকসিনের প্রয়োজন হলেও আশা করছি আমরা খুব দ্রুত এর বিরুদ্ধে লড়াই করতে পারবো। ’
এর ব্রিটেনের কর্তৃপক্ষের জানিয়েছে, যুক্তরাজ্যে করোনার যে নতুন ধরন পাওয়া গেছে তা বেশি সংক্রামক হলেও বেশি বিপজ্জনক নয় ।