মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় বিশ্বে অভিবাসন ৩০ শতাংশ কমেছে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২৩:৪৪

বিশ্বে করোনা মহামারির কারণে অভিবাসন প্রায় ৩০ শতাংশ কমে গেছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে প্রায় ২০ লাখ কম অভিবাসন হয়েছে। শুক্রবার প্রকাশিত জাতিসংঘ রিপোর্টে এ কথা বলা হয়েছে। বিশ্বে ২০২০ সালে প্রায় ২৮ কোটি ১০ লাখ লোক নিজ দেশ ছেড়ে অন্য দেশে আবাস গড়েছে।

‘আন্তর্জাতিক অভিবাসন ২০২০’ শিরোনামে এ রিপোর্টে বলা হয়েছে, রেজিস্টার্ড দুই তৃতীয়াংশ অভিবাসী কেবলমাত্র ২০টি দেশে বসবাস করছে। এর মধ্যে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক ৫ কোটি ১০ লাখ অভিবাসী বাস করছে। জার্মানিতে এক কোটি ১৬ লাখ, সৌদি আরবে এক কোটি ৩০ লাখ, রাশিয়ায় এক কোটি ২০ লাখ এবং ব্রিটেনে ৯০ লাখ অভিবাসী রয়েছে।

এছাড়া ২০২০ সালে আন্তর্জাতিক অভিবাসীর একটা বৃহৎ অংশ মোট ৮ কোটি ৭০ লাখ ইউরোপে আবাস গড়েছে। এদিকে ২০২০ সালে ভারত থেকে সবচেয়ে বেশি লোক অন্য দেশে বসবাস করতে গেছে। এ সংখ্যা এক কোটি ৮০ লাখ। এর পরেই রয়েছে মেক্সিকো ও রাশিয়ার অবস্থান।

ইত্তেফাক/এএইচপি