বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মালিতে বন্দুকধারীদের হামলায় জাতিসংঘের ১০ শান্তিরক্ষী নিহত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১১:৫৭

মালিতে বন্দুকধারীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ১০ সৈন্য নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন কমপক্ষে আরো ২৫ জন। নিহতরা সবাই আফ্রিকান দেশ চাদের বাসিন্দা।

 

রবিবার স্থানীয় সময় সকালে দেশটির উত্তরাঞ্চলীয় আগুইলহোকের ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার উত্তর-আফ্রিকান শাখা এ ঘটনার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।

 

২০১৩ সালে মালিতে জঙ্গিদের বিরুদ্ধে শান্তিরক্ষী পাঠায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এরপর থেকে এ পর্যন্ত বেসামরিকসহ ১৫ হাজারেরও বেশি কর্মীকে মিশনের অংশ হিসেবে মালিতে পাঠায় জাতিসংঘ।

 

ইত্তেফাক/এএম