মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চীনের রাস্তা নির্মাণকে ঘিরে ব্যাপক সহিংসতা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০১:১৭

পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ৩৩ কিলোমিটার লম্বা একটি রাস্তা নির্মাণ করছে চীন। এর প্রতিবাদে ব্যাপক সহিংসতা হয়েছে ওই এলাকায়। শুক্রবার (১৬ জানুয়ারি) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

কাশ্মীরের নির্বাসিত রাজনীতিবিদ আমজাদ আইয়ুব মির্জা বলেন, পাকিস্তানের ইয়ারকান্দ থেকে জম্মু ও কাশ্মীর পর্যন্ত ৩৩ কিলোমিটার একটি রাস্তা নির্মাণ করছে চীন। এই রাস্তা দিয়ে আর্টিলারি ও সামরিক সরঞ্জাম আনা-নেওয়া করবে তারা। তাদের কাজের গতি দিন দিন বাড়ছে। এখানকার মানুষ বিষয়টি নিয়ে আতঙ্কে আছে। সাধারণ মানুষ এটি নিয়ে আন্দোলন করছে। তারা আরো কঠোর আন্দোলনে নামবে বলেই আশঙ্কা করা হচ্ছে। আমার মতে পাকিস্তান জম্মু ও কাশ্মীর থেকে তার নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়েছে।

জানা যায়, গত ১৩ জানুয়ারি থেকে এই ঘটনার প্রতিবাদে আন্দোলন করছে স্থানীয়রা। শুক্রবার এই রাস্তা নির্মাণ কার্যক্রম বন্ধের দাবিতে আন্দোলন আরো জোরালো হয়।

আইয়ুব মির্জা বলেন, চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বার পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মানুষ আন্দোলনে নেমেছে। এবারের আন্দোলন বৃহৎ আকৃতির। পুরো কাশ্মীরে যা ছড়িয়ে পড়েছে।

ইত্তেফাক/টিআর