সৌদিকে হুঁশিয়ারি ইয়েমেনের

ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরাফ আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক১০:০১, ১৮ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৬ মিনিট
সৌদি আরবকে একপ্রকার হুঁশিয়ার বার্তা দিল ইয়েমেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরাফ আবদুল্লাহ বলেছেন, ‘যতক্ষণ পর্যন্ত সৌদি তার যুদ্ধাস্ত্রগুলো ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহার করবে ততক্ষণ পর্যন্ত রিয়াদ সরকার নিজেকে নিরাপদ রাখার আশা করতে পারে না।’
সৌদি ছাড়াও আরও কয়েকটি আরব দেশের উদ্দেশ্যে হিশাম আবদুল্লাহ এমন হুঁশিয়ার বার্তা দিয়েছেন। ইয়েমেনের বার্তা সংস্থা সাবা নেট নিউজ রবিবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে।
হিশাম আবদুল্লাহ বলেন, ‘যদি ইয়েমেন নিরাপত্তা না পায় তাহলে সৌদি আরব নিরাপত্তা পেতে পারেন না।’
ইয়েমেনের এই পররাষ্ট্রমন্ত্রীর মতে, ‘ইয়েমেনের শহর ও গ্রাম ধ্বংস এবং বহু মানুষকে হত্যা করার জন্য সৌদি আরব তাদের উগ্রবাদী গেরিলাদেরকে পাঠিয়েছে কিন্তু তারা এ কাজের জন্য ফুল এবং হাততালি পেতে পারে না।’
ইত্তেফাক/এসআর/কেকে