এবার আইসক্রিমেও মিলল করোনা ভাইরাস, গ্রাহকদের খোঁজে প্রশাসন

প্রতীকী ছবি।
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৬:৪০, ১৮ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
চীনে এবার আইসক্রিমেও পাওয়া গেল করোনা ভাইরাসের সন্ধান। ঘটনায় সংশ্লিষ্ট ব্যাচের সব আইস্ক্রিম বাজার থেকে তুলে নিয়েছে আইসক্রিম উৎপাদক সংস্থা, জানিয়েছে চীন সরকার।
জানা গেছে, আইসক্রিমে করোনা ভাইরাস শনাক্ত হওয়া বেইজিং সংলগ্ন তিয়ানজিনের ডাকিওডাও ফুড কোম্পানির কারখানা সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি কোভিড পরীক্ষা করা হচ্ছে কোম্পানিটির সব কর্মীর। তবে এখনও পর্যন্ত আইসক্রিম খেয়ে কারও কোভিড উপসর্গ দেখার খবর পাওয়া যায়নি।
সরকারি সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যাচে তৈরি হওয়া আইসক্রিমের ২৯,০০০ কার্টন এখনও সব বিক্রি হয়ে যায়নি। তবে তিয়ানজিনে যে ৩৯০ কার্টন আইসক্রিম বিক্রি হয়েছে, তার গ্রাহকদের সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টায় নেমেছে স্থানীয় প্রশাসন।
ইত্তেফাক/এআর