শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানের আন্দোলনে মোদির পোস্টার!

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৮:৩৬

পাকিস্তানের  সিন্ধু প্রদেশে স্বাধীনতাকামীদের আন্দোলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টার ব্যবহার করতে দেখা গেছে।  সিন্ধুর জাতীয়তাবাদী নেতা জি এম সৈয়দের ১১৭ জন্মদিনে উপলক্ষে রবিবার এক বিশাল প্রতিবাদ র‍্যালীর আয়োজন করে স্বাধীনতাকামীরা। সেখানেই নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করতে দেখা যায়।

আন্দোলনে মোদি ছাড়াও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা এবং বিশ্বের অন্যান্য নেতাদেরও ছবি সংবলিত পোস্টার ব্যবহার করতে দেখা গেছে।  

 আন্দোলনকারীরা দাবি করেন যে ১৯৪৭ সালে অন্যায়ভাবে পাকিস্তানের অংশ করা হয় সিন্ধু প্রদেশকে। প্রদেশটিতে অনেক রাজনৈতিক দলও এর স্বাধীনতার জন্য কাজ করেচ যাচ্ছে। তাদের দাবি পাকিস্তান জোরপূর্বক সিন্ধু প্রদেশ দখল করে রেখেছে। 

ইত্তেফাক/এআর