সৌদির পর এবার পাকিস্তানকে আমিরাতের চাপ

পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক১২:২০, ১৯ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
এবার পাকিস্তানকে বকেয়া টাকা শোধের জন্য চাপ দিলো সংযুক্ত আরব আমিরাত। এর আগে ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ শোধ করতে পাকিস্তানকে চাপ দেয় সৌদি আরব।
বিশেষজ্ঞদের ধারণা, আমিরাতের এই চাপের ফলে ইসলামাবাদের অর্থনৈতিক সংকট আরও বাড়বে।
জানা যায়, সৌদি আরবকে দুই কিস্তিতে ২ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধের পর শেষ দফায় আরও এক বিলিয়ন মার্কিন ডলার জোগাড়ের চেষ্টায় পাকিস্তান।
ঠিক সেই মুহূর্তেই ২০১৮ সালের ডিসেম্বর মাসে দেওয়া ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রথম কিস্তি ফেরত চাইলো সংযুক্ত আরব আমিরাত।
তবে এনিয়ে এখন পর্যন্ত পাকিস্তান কোনো মন্তব্য করেনি।
ইত্তেফাক/এসআর/কেকে