মিশরে ‘অশ্লীল’ কেক বানিয়ে গ্রেফতার নারী

প্রতীকী ছবি
ইত্তেফাক অনলাইন ডেস্ক২১:৩২, ১৯ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৪ মিনিট
মিশরে অশ্লীল কেক বানানোর অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, কেকটি স্পর্শকাতর অঙ্গ এবং অন্তর্বাসের আকার দেওয়া হয়েছে। কেকটি কায়রো স্পোর্টস ক্লাবে একটি জন্মদিনের অনুষ্ঠানে খাওয়া হয়েছিলো বলে জানা গেছে।
এই কেকটির ছবি ভাইরয়াল হওয়ার পরই কেকটি যে নারী বানিয়েছেন তাকে গ্রেফতার করা হয়। পরে ৩১৯ ডলার জরিমানা দিয়ে তিনি জামিন পান। এদিকে মিশরের শীর্ষ ধর্মীয় বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে ইসলামে এই আকারের কেক বানানো হারাম।
ইত্তেফাক/এআর