শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মোদির কাছে ভ্যাকসিন সহায়তা চাইলেন ডমিনিক রিপাবলিকের প্রেসিডেন্ট

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৪:৪০

করোনা ভাইরাসের ভ্যাকসিন সরবরাহ সবে শুরু হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ৯৫ শতাংশ ভ্যাকসিনই আছে ১০ দেশের দখলে। এর মধ্যে ভারত অন্যতম। তাই দেশটির অনেক বন্ধুরাষ্ট্র সাহায্য হিসেবে ভ্যাকসিন চায়। যার মধ্যে আছে ডমিনিক রিপাবলিক।

হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর একটি চিঠি লিখেছেন ডমিনিক রিপাবলিকের প্রেসিডেন্ট রুসাভেল্ট স্কেরিট। সেখানে তিনি মোদির কাছে সহায়তা হিসেবে ভ্যাকসিন চেয়েছেন।

চিঠিতে রুসাভেল্ট বলেন, ২০২১ সালে আমরা করোনা ভাইরাসের মহামারি মোকাবেলা করার লক্ষ্যেই প্রবেশ করেছি। আমার দেশের ৭২ হাজার জনগণের জন্য অক্সফোর্ড ও এস্ট্রাজেনকার তৈরি ভ্যাকসিন জরুরি ভিত্তিতে প্রয়োজন। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, মানবতা ও সম্মানের কথা বিবেচনায় নিয়ে আপনি আমাদের ভ্যাকসিন অনুদান দেবেন।

আরও পড়ুন: নেপালকে যে প্রস্তাব দিলো ভারত

ইত্তেফাক/টিআর