শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কমলা হ্যারিসের তামিল নাড়ুর গ্রামে উল্লাস

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫৬

মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে স্থানীয় সময় বুধবার শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক কমলা হ্যারিস। এই আনন্দে মাতোয়ারা ছিল ভারতের তামিলনাড়ুতে অবস্থিত কমলার থুলাসেন্দ্রাপুরমের গ্রামের বাসিন্দারা। 

রাস্তাতে আলপনা এঁকে, প্ল্যাকার্ড ফেস্টুনের মাধ্যমেও বিজয়োল্লাসে মাতেন থুলাসেন্দ্রাপুরমের বাসিন্দারা। কারণ এই গ্রামের সঙ্গেই নাড়ির টান রয়েছে ডেমোক্র্যাট শিবিরের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিসের।  

থুলাসেন্দ্রাপুরমের বাসিন্দা ৪০ বছর বয়সী জি মানিকাঁদান বলেন, এই চার বছর যদি সে ভারতকে সমর্থন করে তাহলে পরে প্রেসিডেন্ট হতে পারবে।  

আরও পড়ুন: শপথ অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট ওবামা, ক্লিনটন, বুশ

 এদিকে শপথের আগে থুলাসেন্দ্রাপুরমের গ্রামের বিভিন্ন মন্দিরে কমলা হ্যারিসের মঙ্গল কামনা করে প্রার্থনা হয়েছে।  এছাড়া কমলার শপথগ্রহণ উপলক্ষে গ্রামবাসীদের হাতেই একাধিক সুস্বাদু নিরামিষ খাদ্যদ্রব্যের প্যাকেট পাঠিয়ে আনন্দে মাতলো পেটা ইন্ডিয় নামের একটি সংগঠন ।

ইত্তেফাক/এআর