শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হোয়াইট হাউজে বাইডেন 

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০৩:০০

হোয়াইট হাউসে প্রবেশ করলেন সদ্য শপথ নেওয়া ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  আগামী চার বছর স্ত্রী ঝিল বাইডেনসহ হোয়াইট হাউসের অবস্থান করবেন মার্কিন এই প্রেসিডেন্ট। 

সিএন এনের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে হোয়াইট হাউজে প্রবেশ করেন বাইডেন। 

ক্যাপিটল ভবনে শপথ নেওয়ার পর প্রথমে শ্রদ্ধা জানাতে দেশটির জাতীয় সমাধিস্থলে যান বাইডেন। এরপর হোয়াইট হাউসের উদ্দেশ্যে পাড়ি দেন বাইডেন।   

এদিকে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে হোয়াইট হাউস ছেড়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডাতে গিয়ে পৌঁছান। সেসময় সেখানে ট্রাম্পের প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাইডেনের শপথ অনুষ্ঠানে গাইলেন লেডি গাগা ও জেনিফার লোপেজ 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তার সমর্থকেরা স্লোগান দেন, এখনও আমার প্রেসিডেন্ট, এবং ট্রাম্প জিতেছেন। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড।

এদিকে এখন পর্যন্ত নির্বাচনে পরাজয় স্বীকার করেননি ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে জয়ী প্রার্থীকে অভিনন্দন জানাননি। 

ইত্তেফাক/এসআর