ক্ষমতা ছাড়ার আগে সন্তানদের বাড়তি নিরাপত্তা দিয়ে গেলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত।
ইত্তেফাক অনলাইন ডেস্ক০৩:৫৮, ২১ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
ক্ষমতা ছাড়ার আগে নিজ সন্তানদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে দিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউজ ছাড়ার আগে ট্রাম্প তার সব ছেলেমেয়ের জন্যই সিক্রেট সার্ভিসের নিরাপত্তার মেয়াদ ছয় মাস বাড়াতে একটি স্মারকে সই করে গেছেন।
আরও পড়ুন: হোয়াইট হাউজ ছেড়ে ফ্লোরিডায় পৌঁছেছেন ট্রাম্প
সাধারণত সাবেক প্রেসিডেন্টের সর্বোচ্চ ১৬ বছর বয়সী সন্তানদের নিরাপত্তা দিয়ে থাকে সিক্রেট সার্ভিস। তবে ট্রাম্পের নতুন নিয়মে তার সব সন্তানই আগামী ছয় মাস বিশেষ বাহিনীর নিরাপত্তা পাবেন।