শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হোয়াইট হাউজ কর্মীদের যে হুঁশিয়ারি দিলেন বাইডেন

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০৬:০৫

সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজের কর্মীদের সতর্কবার্তা দিয়েছেন। হোয়াইট হাউজে পা রাখার প্রথম দিনেই তিনি এমন বার্তা দিলেন। 

প্রতিবেদনে বলা হয়েছেন, হোয়াইট হাউজের নতুন কর্মীরা একে অপরকে ভালভাবে সম্মান না করলে বাইডেন তাদের বরখাস্ত করবেন বলে সর্তক করেছেন। স্পষ্ট করে বাইডেন জানান, তিনি বিদ্বেষমূলক পরিবেশের অবসান ঘটাতে চান। বাইডেন চান তার কর্মীরা পরস্পর সহযোগিতা এবং সম্মানের সহিত যেন কাজ করে। 

হোয়াইট হাউজের ষ্টেট ডাইনিং রুমে বাইডেন বলেন, আপনারা যদি কখনও আমার সঙ্গে কাজ করেন এবং আমি শুনি আপনার সহকর্মীকে অসম্মান করছেন, অপমান করেন তাহলে তখনই আমি তাকে বরখাস্ত করবো। 

আরও পড়ুন: ক্ষমতায় এসেই ট্রাম্পের সিদ্ধান্ত বদলানো শুরু করলেন বাইডেন 

বাইডেন বলেন, তিনি চান তার কর্মীরা একে অপরকে বিনয়ের সঙ্গে আচরণ করুক।

দেশটির স্থানীয় সময় বুধবার দুপুর নাগাদ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন্ট। 

ইত্তেফাক/এসআর