বাইডেনের সার্বক্ষণিক ব্যবহারের জন্য থাকা উড়োজাহাজে কী আছে!

মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের জন্য বোয়িং ৭৪৭–২০০বি উড়োজাহাজ। ছবি: সংগৃহীত।
ইত্তেফাক অনলাইন ডেস্ক১২:৫৪, ২১ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সার্বক্ষণিক ব্যবহারের জন্য তৈরি থাকবে একটি বোয়িং ৭৪৭–২০০বি উড়োজাহাজ। সেটির ভেতরে প্রায় ৪ হাজার বর্গফুট জায়গা আছে।
আছে চিকিৎসাকক্ষ, প্রেসিডেন্টের জন্য নিরিবিলি সময় কাটানোর জায়গা, সেই সঙ্গে অন্তত ১০০ জন খাওয়ানোর ব্যবস্থা। সিএনএন–এর প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজটি এক ঘণ্টার জন্য ব্যবহার করলে খরচ হয় প্রায় ২ লাখ ডলার।
আরো পড়ুন: বাইডেনের বুলেট ও বোমারোধী গাড়ির ওজন একটি ট্যাংকের সমান
২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন।
ইত্তেফাক/এএইচপি