অন্য রাষ্ট্রকে ভারতের ভ্যাকসিন দেওয়া শুভেচ্ছার নিদর্শন

অস্কফোর্ড ও এস্ট্রাজেনকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন গবেষণার সঙ্গে ভারতের সেরাম ইনিস্টিটিউট যুক্ত আছে। যার কারণে খুব সহজেই কোভিশিল্ড ভ্যাকসিন উৎপাদন করছে দেশটি। ভারত যে শুধু নিজ দেশেই এসব টিকা ব্যবহার করছে এমন না। অন্যান্য রাষ্ট্রেও তা সরবরাহ করছে। যা ভারতের শুভেচ্ছার নিদর্শন।
ভারতীয় গণমাধ্যম ইকনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শুভেচ্ছার অংশ হিসেবে ওমান, মঙ্গোলিয়া, মায়ানমার, বাহরাইন, মরিশাস, ফিলিপাইন এবং মালদ্বীপে ৮ লাখ ১০ হাজার ভ্যাকসিন রপ্তানি করবে ভারত। এছাড়া সেরামের প্রস্তুতকৃত ভ্যাকসিনে আরও যাবে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান ও নেপালে।
করোনা কালের শুরুর দিকে, বিশ্বের ১৪০ স্থানে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরকুইন পাঠিয়েছে ভারত। শুরু থেকেই এই মহামারি মোকাবেলায় নানাভাবে সহায়তা করে আসছে দেশটি। ভ্যাকসিন আবিষ্কারের পর থেকে সে কার্যক্রম আরো বেড়েছে।
ইত্তেফাক/টিআর