বাইডেনকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইইউ'র অভিনন্দন

জো বাইডেন, বরিস ও উরসালা। ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৫:২০, ২১ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৪ মিনিট
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনার উরসালা বন ডার লেয়ান তাকে অভিনন্দন জানিয়েছেন।
বাইডেনের শপথ অনুষ্ঠানের প্রশংসা করে বরিস বলেন, যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি দুর্দান্ত।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার উরসালা বলেন, এখন হোয়াইট হাউজে আমাদের একজন বন্ধু আছেন। চার বছর পর আবারও সেখানে ইউরোপের একজন বন্ধু দায়িত্ব নিয়েছেন। ইউরোপ নতুন একটি শুরুর জন্য মুখিয়ে আছে। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত পার্টনার। এই নতুন ভোরের মুহূর্তটির জন্য আমরা অপেক্ষা করছিলাম।
ইত্তেফাক/টিআর