শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতের কর্নাটকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ 

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১০:২৫

ভারতের কর্নাটকের শিবমোগায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন।  

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল রাত ১০টা ২০ মিনিট নাগাদ শিবমোগা জেলায় হুনাসোদু গ্রামে এই বিস্ফোরণ ঘটেছে। তবে বোমা বিস্ফোরণ, নাকি অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশা চলছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল তদন্ত শুরু করেছে।   

এই ঘটনায় শুক্রবার সকালে টুইটে শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, শিবমোগার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় আহত এবং নিহতদের পরিবারকে সব রকম সহযোগিতা করবে রাজ্য সরকার।

সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারের বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে ১৫-২০ কিলোমিটার এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। এছাড়া বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় বড় ফাটল দেখা গিয়েছে। বহু বাড়ির জানলার কাচ ভেঙে পড়েছে। আতঙ্কে লোকজন রাস্তায় বেরিয়ে আসেন। এমনকি পার্শ্ববর্তী চিকমাগালুর জেলার একাংশে এই কম্পন অনুভূত হয়েছে বলে দাবি। 

স্থানীয় এক বাসিন্দা বলেন, হঠাৎ করে ঘরবাড়ি সব কেঁপে ওঠে। ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসি।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, আবালাগিরি গ্রামের হুনাসোদু কোনও পাথর খনিতে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। পুরো এলাকা ইতিমধ্যেই ঘিরে রাখা হয়েছে।   

ইত্তেফাক/এসআর