শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পিপিই পরে ১৩ কোটি টাকার গয়না চুরি 

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৫:২৯

পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরে কয়েক কোটি টাকার স্বর্ণ চুরি করেছে এক ব্যক্তি। এই ঘটনা ভারতের।  

খবরে বলা হয়েছে, দিল্লির এক গয়না দোকান থেকে কয়েক কোটি টাকার স্বর্ণ চুরি করেছিল এক ব্যক্তি। পরবর্তীতে দোকানের সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে সেই চুরির দৃশ্য। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

দেশটির পুলিশ জানিয়েছে, দিল্লির কালকাজি এলাকার ওই দোকান থেকে ১৩ কোটি টাকা মূল্যের ২৫ কেজি সোনার গয়না চুরি হয়। ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম শেখ নুর। গয়নার দোকানের পাশের ভবনের বারান্দা থেকে লাফ দিয়ে দোকানে ঢুকেছিল সে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় ঢুকে রাত ৩ টা নাগাদ পালায় অভিযুক্ত ব্যক্তি। সে সময় দোকানে পাঁচজন নিরাপত্তারক্ষী থাকলেও তারা কিছুই টের পায়নি।  

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত নুরের বাড়ি কর্নাটকের হুবলিতে। কালকাজি এলাকার একটি ইলেক্ট্রনিক্সের দোকানে কাজ করত। সেই দোকানের কাছেই ছিল গয়নার দোকান।   

ইত্তেফাক/এসআর