শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনের খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে লাগবে আরও ২ সপ্তাহ 

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২০:৫৩

চীনের পূর্বাঞ্চলে স্বর্ণখনিতে হাজার মিটার গভীরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে আরো দুই সপ্তাহের বেশি সময় লাগবে বলে জানিয়েছে চীনের উদ্ধারকারী দল।  এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

গত ১০ জানুয়ারি চীনের শ্যানডং প্রদেশের হুশান স্বর্ণখনিতে একটি বিস্ফোরণের ফলে ২২ জন শ্রমিক আটকা পড়েন। কর্তৃপক্ষ জানায়, এই দুর্ঘটনার এক সপ্তাহ পর তারা ১১ জন শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। তবে এদের মধ্যে একজন পরবর্তীকালে মারা যান।

বেঁচে যাওয়া শ্রমিকরা উদ্ধারকারীদের জানান, তাদের অবস্থানের আরও একশ মিটার গভীরে একজন শ্রমিকের সঙ্গে তারা যোগাযোগ করতে পেরেছিলেন। কিন্তু পরে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: সসেজ খেতে চেয়েছেন চীনের খনিতে আটকা পড়া ১২ শ্রমিক

আটকে পড়া বাকি ১১ জনের অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ এখনো কিছু জানতে পারেনি। খনির অন্যান্য অংশে খাবার ও বার্তা আরও নিচে পৌঁছানোর পরেও তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে কেন ঐ স্বর্ণখনিতে বিস্ফোরণ হয়েছিলো সেই কারণ এখনো জানা যায়নি।   একটি ছোট ছিদ্রের মাধ্যমে তাদের কাছে খাদ্য ও ওষুধ পাঠানো হচ্ছে।

ইত্তেফাক/এআর