বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাইডেনের ‘চ্যাম্প ও মেজর’ এখনো হোয়াইট হাউসে পৌঁছায়নি 

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২০:৩৫

ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  হোয়াইট হাউসে বসবাস শুরু করলেও তার পোষা কুকুর চ্যাম্প ও মেজরকে এখনও সেখান নেওয়া হয়নি।  এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। 

 

Happy #InternationalDogDay from Major and camera-shy Champ! pic.twitter.com/haKhxniUYd

— Joe Biden (@JoeBiden) August 27, 2019

সিএনএন'র প্রতিবেদনে বলা হয়, জার্মান শেফার্ড জাতের কুকুরগুলোকে খুব শিগগিরই হোয়াইট হাউসে আনা হবে। হোয়াইট হাউজে পোষা প্রাণী রাখার বিপক্ষে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে  চ্যাম্প ও মেজরকে আনার মাধ্যমে বাইডেন আবারো হোয়াইট হাউজে পোষা প্রাণী রাখার ঐতিহ্যকে ফিরিয়ে আনবেন। 

 বাইডেনের পোষা কুকুর চ্যাম্প ২০০৮ সাল থেকে তার সঙ্গে আছে। এবং ডেলাওয়্যার হিউম্যান সোসাইটি থেকে ২০১৮ সালে মেজরকে তুলে এনেছিল বাইডেন। এই দুই প্রাণী বাইডেনের খুবই অনুগত।

আরও পড়ুন: দুই ‘পোষা কুকুর’ নিয়ে হোয়াইট হাউজে যাচ্ছেন বাইডেন

ইত্তেফাক/এআর