শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতের প্রজাতন্ত্র দিবস

নয়াদিল্লিতে প্যারেডের নেতৃত্বে থাকছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী  

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২০:৪১

আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। করোনা মহামারি পরিস্থিতিতে এবার কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবে না। তবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্যারেডে অংশ নেবে বাংলাদেশের তিন বাহিনীর সদস্যরা। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়, প্রজাতন্ত্র দিবসের প্যারেডের প্রথম দশ সারির নেতৃত্ব দেবে বাংলাদেশের সেনারা।  বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে  বাংলাদেশের সেনারা এই প্যারেডে অংশ নেবেন বলে জানা গেছে। 

আরও পড়ুন: লন্ডনে সশস্ত্র বাহিনী দিবস পালন

কুচকাওয়াজ শেষে আগামী ৩০ জানুয়ারি এ কন্টিনজেন্টটি দেশে ফিরবেন।এ কুচকাওয়াজে অংশগ্রহণ বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীসহ সকল রাষ্ট্রীয় পর্যায়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে সকলে আশাবাদী।

ইত্তেফাক/এআর