শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘দয়া দেখিয়ে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে পারেন পুতিন 

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:২৪

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চাইলে দয়া দেখিয়ে আলোচনায় বসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার ক্রেমলিনের একজন মুখপাত্র এমনটি জানিয়েছেন। 

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স বলেন, যদি মার্কিন প্রশাসন আলোচনার জন্য এগিয়ে আসে। আমি বিশ্বাস করি আমাদের প্রেসিডেন্ট দয়া দেখিয়ে তাতে অংশ নেবেন। 

আরও পড়ুন: পুতিনের সঙ্গে আপাতত কথা বলছেন না বাইডেন

 দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়। পরে ইউক্রেন ইস্যুতেও এই দুটি দেশের সম্পর্কের অবনতি হয়।   এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের রাশিয়ার বিরোধী দলীয় নেতা  অ্যালেক্সাই নাভালনিকে মুক্তি দেওয়া আহ্বান জানিয়েছে। 
 
গত ৩ নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিশ্বনেতাদের মধ্যে সবচেয়ে শেষে অভিনন্দন জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। 

ইত্তেফাক/এআর