জলদস্যুর হামলায় তুর্কি নাবিক নিহত

ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইত্তেফাক অনলাইন ডেস্কইন ডেস্ক০১:৫৩, ২৫ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
গিনি উপকূলে তুরস্কের একটি কার্গো জাহাজে হামলা চালায় জলদস্যুরা। এতে আজারবাইজানের এক নাবিক নিহত হয়েছেন এবং জাহাজ থেকে ১৫ জনকে অপহরণ করেছে জলদস্যুরা।
তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ মাধ্যম পার্সটুডে জানায়, এমভি মোজার্ত নামে তুর্কি জাহাজটি লাগোস থেকে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউনে যাচ্ছিল। পথে নাইজেরিয়ার জলদস্যুরা জাহাজে হামলা চালায়। জাহাজের ১৯ জনের মধ্যে ১৫ জনকে অপহরণ করা হয়েছে এবং জলদস্যুদের হামলায় আজারবাইজানের ইঞ্জিনিয়ার ফরমান ইসমাইলভ নিহত হন।
আরও পড়ুন: নিজদল থেকে বহিষ্কৃত হলেন নেপালের প্রধানমন্ত্রী
নাইজেরিয়া এবং গিনি উপকূলে জলদস্যুদের হামলা অনেকটা সাধারণ ব্যাপার। এসব জলদস্যু জাহাজে হামলা চালিয়ে নাবিকদেরকে অপহরণ করে এবং মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয়।
ইত্তেফাক/এএইচপি