শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইরানের পরমাণু ইস্যুতে বাইডেন-ম্যাঁক্রোর ফোনালাপ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১০:৩৮

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে শুভেচ্ছা জানাতে টেলিফোন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। ফোনালাপে তাদের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

গতকাল রবিবার (২৪ জানুয়ারি) দুই নেতার এই ফোনালাপ হয় বলে ফ্রান্সের প্রেসিডেন্টের এলিসি প্রাসাদ। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

আরও পড়ুন: আমি সকল মার্কিন জনগণের প্রেসিডেন্ট: বাইডেন

এতে বলা হয়েছে, বাইডেন ও ম্যাঁক্রো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, বিশেষ করে ইরানের পরমাণু সমঝোতা ও লেবানন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে এ ব্যাপারে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, দুদেশের নেতারা চীন, মধ্যপ্রাচ্য, রাশিয়া ও আইভরি কোস্ট পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।

ইত্তেফাক/টিআর