শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফ্রান্সে করোনায় ‘ভয়াবহতার’ শঙ্কা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১১:২১

ফ্রান্সের শীর্ষ মেডিক্যাল উপদেষ্টা রবিবার বলেছেন, করোনা মোকাবিলায় সম্ভবত শিগগিরই তৃতীয়বারের মত দেশজুড়ে লকডাউন জারির প্রয়োজন হতে পারে।  

দেশটিতে গত সপ্তাহে কড়া কারফিউ জারি করা হয়েছে। তবে এরপরও করোনার সংক্রমণ বেড়েই চলেছে।  

প্রফেসর জিন-ফ্রানকইস ডেলফ্রাইসি, সায়েন্টিক কাউন্সিলের প্রধান বলেন, একটি জরুরি অবস্থায় আছে এবং এই সপ্তাহ সঙ্কটময়। তিনি দেশটির সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।    

ডেলফ্রাইসি আরও বলেন, তথ্য অনুযায়ী একটি বেশি সংক্রামক ধরন প্রথম ব্রিটেনে শনাক্ত হয়  এবং এখন ফ্রান্সের কিছু অঞ্চলে ৭-৯ শতাংশ ছড়িয়েছে এবং এটি দমানো কঠিন হবে। 

তার কথায়, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো ছিল কিন্তু নতুন করোনা দ্বিতীয় মহামারীর সমতুল্য। 

আরও পড়ুন: ‘তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমান’, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

বিএফএম টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন, আমরা যদি বিধিনিষেধ কঠোর না করি তাহলে মাঝ মার্চ বরাবর আমরা খুবই ভয়াবহ পরিস্থিতিত মুখে পড়বো। 

দেশজুড়ে আরও কঠোর বিধিনিষেধ জারি করা হবে কিনা এনিয়ে ফ্রান্সের সরকার আগামী বুধবার আলোচনায় বসবে। বিবিসি  

ইত্তেফাক/এসআর