জম্মু-কাশ্মীরে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে নানা নির্দেশনা

ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক১৫:১৬, ২৫ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৪ মিনিট
ভারতীয় লেফটেন্যান্ট গভর্নর, মনোজ সিনহা শনিবার জম্মু কাশ্মীরের বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি ঘটাতে সেখানকার কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দিয়েছেন।
জম্মু ও কাশ্মীর বিদ্যুৎ উন্নয়ন বিভাগ (জেকেপিডিডি) এবং জম্মু ও কাশ্মীর বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনের (জেকেপিডিসি) কর্মকর্তাদের তিনি সমস্যা খুঁজে বের করতে তা সমাধানের নির্দেশনা দেন।
রাজভবনে আলোচনায় মনোজ সিনহা বলেছেন, অনেক জিনিসের উন্নতি হয়েছে কিন্তু সেটা আরও উন্নত করতে হবে।
জম্মু কাশ্মীরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আরও উন্নতি করতে সেখানে সম্পাহে দ্বিতীয়বারের মত আলোচনা হল।
ইত্তেফাক/এসআর