দ. কোরিয়ায় আশ্রয় নিলেন উ. কোরিয়ার উচ্চপদস্থ কূটনীতিক

উত্তর কোরিয়ার একজন উচ্চপদস্থ কূটনৈতিক কর্মকর্তা দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম মায়েইল বিজনেস ডেইলি জানায়, রিউ হিউন-উ নামের এই কর্মকর্তা কুয়েতে উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, ২০১৯ এর সেপ্টেম্বরে তিনি পরিবারসহ দক্ষিণ কোরিয়ায় চলে আসেন। তিনি তার সন্তানদের জন্য একটি ভালো ভবিষ্যৎ নিশ্চিতে এই কাজ করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়।
এর আগে ইতালিতে নিয়োজিত উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সং গিলও একই কাজ করেছিলেন। ২০১৮ সালে তার নিখোঁজ হওয়ার খবর বের হয়। পরবর্তীকালে ২০২০ সালে জানা যায় তিনি দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছেন। এছাড়া ২০১৬ সালে যুক্তরাজ্যে নিয়োজিত উত্তর কোরিয়ার সহকারী রাষ্ট্রদূত থা ইওং-হোও দক্ষিণ কোরিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন।
ইত্তেফাক/এআর