শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বৈরী আবহাওয়াতেও কাশ্মীরে প্রজাতন্ত্র দিবস উদযাপন 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:৪৮

নিম্ন তাপমাত্রা এবং তুষারপাতের মধ্যে জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার হানদোয়ায় স্থানীয় এবং শিশুদের নিয়ে ৭২ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য প্রস্তুত ছিল ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।

'নিজের আগে সেবা' এই উপপাদ্যকে সামনে রেখে তুষার পরিষ্কার সহ স্মৃতিসৌধকে অন্যান্য স্থাপনা সজ্জিত  প্রস্তুতি করেছিল করেছিল ভারতীয় জওয়ানরা।

ভারতীয় সেনাবাহিনীর জওয়ান অভয় সিং যাদব এএনআইকে বলেন,প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপনের ক্ষেত্রে আবহাওয়া কখনই আমাদের বাঁধা হয়ে দাড়াতে পারবে না। শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পার করেছি আমরা। আমরা এখানে ১২ মাসের মধ্যে নয় মাস ক্যাম্পে বাস করি। এটিই আমাদের নিজ বাড়ি।

আরও পড়ুন: নয়াদিল্লিতে প্যারেডের নেতৃত্বে থাকছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী

তিনি আরও বলেন, প্রজাতন্ত্র দিবস উদযাপনে স্থানীয়রা এবং শিশুরাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে। ভারত সেনাবাহিনী তাদের এই উদযাপনে আমন্ত্রণ জানিয়েছি যেন আজকের শিশুরা আগামী দিনে প্রজাতন্ত্র দিবস উদযাপনে অনুপ্রেরণা পায়।

ইত্তেফাক/এএইচপি