বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা লাখ ছাড়ালো 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০০:৪৬

যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক হাজার ৬৩১ জনের মৃত্যু হয়েছে। যা গত ২৮ দিনের মধ্যে একদিনের হিসেবে সবচেয়ে বেশি। 

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা পরিস্থিতি নিয়ে বলেছেন , সত্যিকার অর্থে আমরা আমাদের সকল চেষ্টা করেছি। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমার সমবেদনা। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে এ পর্যন্ত ১ লাখ ১৬২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য প্রথম দেশ যেটিতে করোনায় মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়েছে। 

আরও পড়ুন: যুক্তরাজ্যে নতুন করোনার তাণ্ডব, একদিনে রেকর্ড শনাক্ত

 বিশ্বের এ পর্যন্ত পাঁচটি দেশে করোনায় মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়েছে। যুক্তরাজ্য ছাড়াও এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র,ব্রাজিল,ভারত এবং মেক্সিকো। 

 এদিকে  নতুন ধরনের করোনার সংক্রমণের কারণে যুক্তরাজ্যে গতমাস থেকে রোগী শনাক্তের সংখ্যাও আগের চেয়ে বেড়েছে।  গত একদিনে যুক্তরাজ্যে ২০ হাজার ৮৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত ৩৬ লাখ ৮৯ হাজার ৭৪৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

ইত্তেফাক/এআর