শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাশ্মীরে ভ্যাকসিন পেয়েছে ১৫ হাজার স্বাস্থ্যকর্মী

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৪:৩৫

মরণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে কাশ্মীরের ১৫ হাজার ৪০৩ জন স্বাস্থ্যকর্মীকে। ১০০টি ধাপে তাদের এই টিকা দেয়া হয় বলে জানিয়েছে ইন্ডিয়া ব্লুমস।

জানা যায়, কাশ্মীরে সর্বমোট ১ লাখ ১২ হাজার ৮৯৩ জন স্বাস্থ্যকর্মীকে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। ইতোমধ্যে তাদের মধ্যে ১৫ হাজার ৪০৩ জন স্বাস্থ্যকর্মী গ্রহণ করেছেন ভ্যাকসিন।

গত সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের স্বাস্থ্য খাতের পরিচালক ডুল্ল।

ইত্তেফাক/টিআর