শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্রীয় সমাধানের আশ্বাস বাইডেনের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৬:৪০

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি হবে পারস্পরিক সম্মতিতে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানে সমর্থন করা, যেখানে শান্তিপূর্ণ নিরাপদ ইসরায়েলেরপাশাপাশি একটি টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে।

গতকাল মঙ্গলবার জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস নিরাপত্তা পরিষদকে এমন কথা বলেছেন। বার্তাসংস্থা রয়তার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি বলেন, প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি হচ্ছে, সামনে অগ্রসর হওয়ার একমাত্র পথ হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধান।

তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের সহায়তা আবার চালু করার ইচ্ছার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধ করে দেয়া ফিলিস্তিনিদের কূটনৈতিক মিশন খুলে দিতে আবার পদক্ষেপ নেয়া হবে। এছাড়া অন্যান্য দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের আহ্বানও অব্যাহত রাখবে বাইডেন প্রশাসন।’

মিলস বলেন, এসব কার্যক্রমে গতিশীলতা আনতে ইসরায়েলিদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি মার্কিন অঙ্গীকার এগিয়ে নিয়ে যাওয়া হবে। ফিলিস্তিনি নেতৃত্ব ও ফিলিস্তিনি জনগণের সঙ্গে মার্কিন সম্পর্ক নতুন করে শুরু করা হবে।

ইত্তেফাক/টিআর