শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় মারা গেলেন শতবর্ষী ক্যাপ্টেন টম মুর

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১২

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন শত বছর বয়সী ব্রিটিশ ফান্ডরাইজার ক্যাপ্টেন স্যার টম  মুর। রবিবার যুক্তরাজ্যের বেডফোর্ড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

 ক্যাপ্টেন স্যার টম  মুরে কন্যা হান্নাহ ইনগ্রাম মুর বলেন, কয়েক সপ্তাহ ধরে তার নিউমোনিয়ার চিকিৎসা চলছিল। গত সপ্তাহে তার দেহে করোনা শনাক্ত হয় ।

গত এপ্রিলে ইংল্যান্ডে জাতীয় লকডাউন চলাকালে নিজের বাগানে ১০০ কদম হেঁটে এনএইচএসের জন্য ৩২ মিলিয়ন পাউন্ডের বেশি ফান্ডরেইজ করেন তিনি। এর স্বীকৃতি হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন ।

ইত্তেফাক/এআর