বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাতৃভাষা দিবস খুবই গৌরবের: জাস্টিন ট্রুডো

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন গৌরবের একটি ব্যাপার বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে তিনি আরও বলেন, সব মাতৃভাষাই বিশ্বের সংস্কৃতিকে সমৃদ্ধি করে।

বহুজাতিক কানাডায় সকল ভাষা এবং সংস্কৃতিকে সম্মান দেয় এবং উদযাপন করে। এবার কোভিড-১৯’-এর কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিঘ্ন ঘটছে। তবু তিনি মাতৃভাষা দিবসে শুভেচ্ছা এবং শুভ কামনা জানিয়েছেন।

এদিকে কানাডার ভ্যাঙ্কুভার, অন্টারিও, ম্যানিটোবা প্রভিন্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়া হয়েছে। কানাডার ভ্যাংকুভার থেকেই রফিকুল ইসলাম এবং আব্দুস সালামের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা হয়েছিলো।

এবার কেন্দ্রীয় সরকারের স্বীকৃতির জন্য আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে চিঠি দিয়েছেন অন্টারিও প্রভিন্সের পার্লামেন্টের বাংলাদেশি সদস্য ডলি বেগম।

ইত্তেফাক/এমআর