লাদাখে নিহত চীনা সেনাদের কলঙ্ক দেওয়ায় ব্লগার গ্রেফতার

লাদাখে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ।
ইত্তেফাক অনলাইন ডেস্ক০৪:৩১, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০ মিনিট
গত বছর লাদাখে ভারতীয় সৈন্যদের সঙ্গে সংঘর্ষের সময় নিহত চীনা সৈন্যদের বিষয়ে অপবাদ দেওয়ার অভিযোগে চীনা পুলিশ একজন ব্লগারকে গ্রেফতার করেছে। কর্তৃপক্ষ বলছে, ৩৮ বছর বয়সি এই ব্যক্তি ঐ সংঘাতের বিষয়ে বিদ্বেষপরায়ণ হয়ে সত্যকে বিকৃত করেছে।
চীনা পুলিশের পক্ষ থেকে এই ব্লগারের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে কর্তৃপক্ষ বলছে তার বংশনাম কিউ।
ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ ধরনের কথিত আপত্তিকর মন্তব্য করার অভিযোগ অন্তত সাত জনকে আটক করা হয়েছে এবং সবশেষ এই ব্লগারকে গ্রেফতার করা হলো। গত বছরের জুন মাসে এই সংঘর্ষ হয় যাতে ৪৫ বছরের ইতিহাসে বিরোধপূর্ণ ভারত-চীন সীমান্তে প্রথমবারের মতো প্রাণহানির ঘটনা ঘটে।
চীনে ২০১৮ সালে একটি আইন পাশ করা হয় যেখানে দেশের বীর ও শহিদদের নামে কলঙ্ক রটানো নিষিদ্ধ করা হয়েছে।
ইত্তেফাক/এআর