শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আঠার পাত্রে লুকিয়ে ২৩ হাজার কেজি কোকেন পাচারের চেষ্টা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৩

আঠার কন্টেইনারে করে ২৩ টন (২৩ হাজার কেজি) কোকেন পাচারের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে জার্মানি ও বেলজিয়াম। এসব কন্টেইনার নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করছিলো। দুটি পৃথক অভিযানে তা আটক করেছে হামবুর্গ এবং অ্যান্টওয়ার্প শহর কর্তৃপক্ষ। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেদারল্যান্ডস প্রসিকিউটর।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, এই ঘটনা নেদারল্যান্ড ইউরোপের ইতিহাসে সবচেয়ে বড় মাদক চোরাচালান উদ্ধারের ঘটনা। উভয় অভিযানে যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে তার মূল্য ৬০০ মিলিয়ন ইউরো (৬ হাজার ১৬৬ কোটি টাকার বেশি)।

অভিযানে জার্মানি হতে আটক হয়েছে ১৬ দশমিক ১৭ টন কোকেন। গত ১২ ফেব্রুয়ারি প্যারাগুয়ে থেকে আসা কন্টেইনারের মধ্যে এসব কোকেন আটক করা হয়। অন্যদিকে বেলজিয়ামে আটক হয়েছে ৭ দশমিক ২ টন কোকেন।

নেদারল্যান্ড প্রসকিউটর জানান, তারা এই ২৩ টন মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তদন্তকারীরা রটারড্যাম ও এর নিকটবর্তী আরেকটি গ্রামেও তল্লাশি চালিয়েছেন।

ইত্তেফাক/টিআর