শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আদালতে হারলেও পদত্যাগ করবেন না নেপালের প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৭

আদালতে হারলেও পদত্যাগ করবেন না নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। তিনি বরং পার্লামেন্টে আস্থা ভোট চান। প্রধানমন্ত্রী ওলির এক সহযোগী গতকাল বুধবার এই তথ্য জানিয়েছেন। এর আগের দিন মঙ্গলবার সুপ্রিম কোর্ট পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী ওলির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছিল। খবর রয়টার্সের

গত ডিসেম্বর থেকে হিমালয়ের দেশ নেপালে রাজনৈতিক সংকট সৃষ্টি হয় যখন ওলি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তার সরকার থেকে সাবেক প্রধানমন্ত্রী প্রচন্ড সরে দাঁড়ান। তিনি বরং বিরোধীদের সঙ্গে এখন জোট গড়ছেন।

সুপ্রিম কোর্টের রায়ের পর বিরোধীরা দাবি করছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে ওলির নৈতিকভাবেই সরে যাওয়া উচিত। বিরোধীরা রায়ের পর বৈঠক করছে। ওলিও তার সমর্থকদের নিয়ে গতকাল বৈঠকে বসেছেন।

ইত্তেফাক/এসআর