শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইসরায়েলি জাহাজে বিস্ফোরণ, ইরানের দিকে আঙুল

আপডেট : ০১ মার্চ ২০২১, ১৫:১০

ওমান সাগরে এমভি হেলিওস রে নামের এক ইসরায়েলি কার্গো জাহাজে রহস্যময় বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার মধ্যে এ বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যের নৌপথ নিয়ে চাপা অস্থিরতা ছড়িয়ে পড়েছে। জাহাজটি রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাইয়ের রশিদ বন্দরে মেরামতের জন্য নিয়ে আসা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এ ঘটনায় ইরানকে দায়ী মনে করছেন।

খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মুখে কুলুপ এঁটে আছে ইরানও। তবে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা  বলেছেন, জাহাজটির ওয়াটার লাইনের ঠিক ওপরে বিস্ফোরণ ঘটেছে। এতে জাহাজের হালের দুই পাশে চারটি গর্ত তৈরি হয়েছে।

সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে বুধবার ছেড়ে আসা জাহাজটি ৫ মার্চ সিঙ্গাপুর পৌঁছানোর কথা ছিল। এর মধ্যেই ছেড়ে আসার একদিন পর বৃহস্পতিবার জাহাজে বিস্ফোরণ হয়। কার্গো জাহাজটির প্রকৃত মালিক ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনের ঘনিষ্ঠ ব্যক্তি বলে জানা গেছে।

২০১৩ সালে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এর পর থেকে ওয়াশিংটন ইরানকে দু'দেশের সৌদি তেলের দুটি ট্যাঙ্কার সহ উপসাগরীয় জলে শিপিংয়ের বেশ কয়েকটি হামলার জন্য দায়ী করেছে। ইরান সেসব আক্রমণ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল।

ইত্তেফাক/এসএ/কেকে