শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেলুচিস্তানে এএনপি নেতা খুনের তদন্ত দাবি

আপডেট : ০১ মার্চ ২০২১, ১৪:৫৬

পাকিস্তানের আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) বেলুচিস্তান প্রদেশ শাখার সেক্রেটারি (তথ্য) আসাদ খান আছকজাইকে অপহরণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দলটি। একইসঙ্গে হত্যাকারীদের আটক করতে সরকারকে চাপ দেওয়ার জন্য তিন দিনব্যাপী শোক পালনের ঘোষণাও দেওয়া হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) এসব খবর জানিয়েছে পাকিস্তানের পত্রিকা ডন।

খবরে বলা হয়েছে, গত শনিবার দলটির সভাপতি আসফন্দিয়ার ওয়াল খান ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আমির হায়দার খান হোটি তাদের পৃথক বিবৃতিতে এএনপির প্রাদেশিক নেতাকে হত্যার তদন্ত দাবি করেছেন।  



আসফান্দয়ার বলেন, আসাদ আছাকজাইকে অপহরণের পর এএনপি সোচ্চার হয়েছিল কিন্তু সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। এএনপি বিক্ষোভ সমাবেশ করেছে এবং বেলুচিস্তান হাইকোর্টে আবেদনের মাধ্যমে বিচার বিভাগের সহায়তা চেয়েছিল। তাও ফল হয় নি। হোটি বলেন, নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি এএনপি কর্মীদের শান্তিতে থাকতে এবং দলের পরবর্তী পদক্ষেপ অবধি অপেক্ষা করতে বলেছেন।

ইত্তেফাক/এসএ/কেকে