বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চলতি বছর মহামারি পুরোপুরি শেষ হওয়ার ভাবনা ‘অবাস্তব’ : হু 

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০১:৩৮

২০২১ সাল শেষ হতেই করোনা অতিমারি পুরোপুরি থেমে যাবে— এ রকম চিন্তা করা ‘অপরিণত’ এবং ‘অবাস্তব’। সোমবার  বিশ্ব স্বাস্থ্য সংস্থার  পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।  

এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর জরুরিকালীন বিষয়ের ডিরেক্টর মাইকেল রায়না  সাংবাদিকদের বলেছেন, ‘ এই বছর শেষ হতেই অতিমারি শেষ হয়ে যাবে, এটা খুব অপরিণত ভাবনা। আমার মনে হয় এই চিন্তা অবাস্তবও। ’ 

২০২০ সালে যে হারে সংক্রমণ বেড়েছিল, ২০২১ সালে তা অনেকটাই কমেছে। দেশে দেশে টিকাকরণও শুরু হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে কোভিড নিয়ে সাবধানতাতে কিছুটা হলেও শিথিলতা দেখা দিয়েছে। কিন্তু গত ৬ সপ্তাহ ধরে বিশ্বের দৈনিক সংক্রমণ ধারাবাহিক ভাবে বাড়ছে। এই পরিস্থিতিতেই এই সতর্কবার্তা দিলো হু। এই সংক্রমণ বৃদ্ধির বিষয়টি ‘হতাশার হলেও আশ্চর্যের নয়’ বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে কার্যকরী টিকা দেওয়া শুরু হওয়ায় কোভিডের জেরে মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া অনেকটাই কমবে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

ইত্তেফাক/এআর