শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভিন্নমতাবলম্বীদের আটকের প্রতিবাদে হংকং আদালতের সামনে জনতার বিক্ষোভ

আপডেট : ০৩ মার্চ ২০২১, ১১:৪৪

হংকং-এর আদালতের সামনে গণতন্ত্রকামী কয়েকশো জনতা বিক্ষোভ করেছে। শহরের জনপ্রিয় কয়েকজন ভিন্নমতাবলম্বীকে আটকের পর আদালতে উপস্থিত করা হয়। সেসময় এই আটকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শন করেছে জনতা।

অর্ধ-স্বায়ত্বশাসিত হংকং থেকে ভিন্নমতাবলম্বীদের নিশ্বেস করতে মরিয়া চীনা সরকার। এর প্রতিবাদেই ২০১৯ সাল থেকে রাস্তায় সরব আন্দোলন করে যাচ্ছে সেখানকার মানুষ। সেই অন্দোলনে সহিংসতাও হয়েছে অনেক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুক্ত অর্থনীতির হংকং-য়ে জাতীয় নিরাপত্তা আইন জারি করে বেশ সমালোচনার সৃষ্টি করেছে চীনা সরকার। সেই ঘটনার পর আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। আন্দোলন দমাতে একের পর এক ভিন্নমতাবলম্বীদের আটক করতে শুরু করে তারা।

জানা যায়, গত রবিবার ৪৭ জন শীর্ষ ভিন্নমতাবলম্বীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করা হয়। পরের দিন তাদের আদালতে নেয়া হয়। সেসময় আদালতের সামনে বিক্ষোভ করেছে গণতন্ত্রকামী কয়েকশো জনতা।

ইত্তেফাক/টিআর