শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জমজম কূপের প্রধান প্রকৌশলী আর নেই 

আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৮:১৮

জমজম কূপের সাবেক প্রধান প্রকৌশলী ড. ইয়াহইয়াহ হামজা কোশক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল ২ মার্চ মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।

সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের বরাতে জানা যায়, তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে সৌদি আরব। প্রকৌশলী ড. ইয়াহইয়া হামজা কোশককে সৌদি আরবের প্রকৌশলীদের জনক হিসেবে পরিচিত। জমজম কূপসহ অনেক উন্নয়ন কাজে অবদান রেখেছেন জনক ড. কোশক।

পবিত্র নগরী মক্কার এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্ম নেন প্রকৌশলী ড. ইয়াহইয়াহ হামজা কোশক। তার পিতা মক্কার বড় ব্যবসায়ী ছিলেন। হজ মৌসুমে তার বাবা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ তুর্কি থেকে আগত হজ ও ওমরাহ পালনকারীদের সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

তিনিই প্রথম জমজমের উন্নয়ন ও সম্প্রসারণে কূপেরে ভেতরে প্রবেশ করেছিলেন। তিনি সৌদি আরবের ন্যাশনাল ওয়াটার কোম্পানির মহাপরিচালক ছিলেন। সৌদির প্রেস ও প্রকাশনা সংস্থার সদস্যও ছিলেন তিনি।

ইত্তেফাক/এএইচপি