বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা নিয়ে ঘ্যানঘ্যান বন্ধ করুন: বলসোনারো

আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৩:০৬

 ব্রাজিলে ফের বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা নিয়ে ব্রাজিলিয়ানদের  ঘ্যানঘ্যান বন্ধ করতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমনটি বলেন । 

বলসোনারো বলেন, ঘ্যানঘ্যান  বন্ধ করুন। কতদিন আপনারা করোনার জন্য বাড়িতে থাকবেন এবং সবকিছু বন্ধ করে রাখবে। মৃত্যুর জন্য আমরা দুঃখিত কিন্তু আমাদের একটি সমাধান প্রয়োজন। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে এ পর্যন্ত করোনায় ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।  রোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই ব্রাজিলের অবস্থান। দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো প্রথম থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাসকে অবজ্ঞা করেছেন।

করোনার সংক্রমণ রুখতে গত সপ্তাহ থেকে ব্রাজিলের বিভিন্ন রাজ্যে ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত জানুয়ারির মাঝামাঝি ব্রাজিলে টিকাকরণ শুরু হয়েছে। তবে বছরের শেষ নাগাদ পুরো জনগোষ্ঠীকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করার প্রতিশ্রুতি দিলেও ব্রাজিল সরকার তা অনেক ধীর গতিতে করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইত্তেফাক/এআর